শব্দব্রাউজ ৯১ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৯১ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৩০। ১। ২০২১ সকাল ১০টা ১০ মিনিট । মিলমিশ যদি অবিরাম না হয় তবে গভীর দুঃখ ছুটে আসে । মিলমিশের আলাদা মাধুর্য আছে । বাঁচার মানে চিনিয়ে দেয় ।
শব্দসূত্র : মিলমিশ অবিরাম
হিসেবের সামনে দাঁড়িয়ে মিলমিশ
সময় ভুলতে বসি । এই জীবন তবু অন্য
হিসেবে জড়ায় । তখন খুঁজে পাই মিলেমিশের
সংজ্ঞা । নতুন সুরে গেয়ে ওঠার অদম্য ইচ্ছে ।
আহা! এই ভবিতব্য নিয়ে জীবনযাপনের
মুক্তি চাই না ।
অবিরাম জীবনসন্ধান হিসেবের বাইরে
থেকে গড়ে চলি । স্বাদগন্ধের অনুভূতি
নিপুণ হয়ে ওঠে প্রতি মুহূর্ত তৃপ্তির হয়ে
উঠলে । তবুও বিষাদ আসে পথ খুঁজে,
অনর্গল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন