চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৫
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২৮-০১-২০২১; সন্ধ্যা ৬:১৫; পেরিয়ে গেলো ৷ লেভেল ক্রসিং ৷ সাইকেল ৷৷ দেখলেন ৷ অনেকেই ৷৷ দেখলাম ৷ অনেকের সাথে ৷ আমিও ৷৷ কমে গেছে ৷ রাস্তার ভিড় ৷৷ তাও দেখলাম ৷৷ হঠাৎ ৷ সামনে দেখছি লরি ৷ তার পিছনে লেখা ৷ যত দেখবি ৷ তত জ্বলবি ! আমার মোবাইল বলছে ৷ দেখলেই কি জ্বলে উঠতে হয় ? অবাক হচ্ছে ৷ আঙুল ৷৷ সে আবার ৷ অভ্যস্থ নয় ৷ দেখাতে ৷৷ সে টাচ করতে ভালোবাসে ৷ আহারে ভালোবাসাবাসি ৷৷ সাইকেল তো ছুটছে ৷ সাথে সাথে গান বাজছে ৷ আরোহীর মোবাইলে ৷৷ গান ৷ ছুটছে ৷৷ চাকা ৷ কথা বলছে না ৷৷ ছোটাছুটির ৷ অভ্যাসে আছে ৷ সময় ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন