শব্দব্রাউজ ৭২|| নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৭২ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১১। ১।২০২১ সকাল সাড়ে ন ' টা । সকালের কথা ভাবতে ভাবতে হঠাৎ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ' এ কোন সকাল ' মনে পড়লো । সকাল অনেক কথা মনে করায় সম্পূর্ণ সরলভাবে । ক্লান্তিহীন সকাল তাই বড় কাম্য ।
শব্দসূত্র : এ কোন সকাল
এ সকালে ক্লান্তিহীন ভাবে যে মনোনিবেশ ঘটানো যায়, খুঁজে পেতেও তার বিকল্প পাওয়া যায় না । সকলের পাখির ডাক কিংবা অপার্থিব আমেজে চা বিস্কুট খাওয়ার প্রাত্যহিকতা সারা দিন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক্যালি সময় । এ সকালে গড়ে ওঠে শব্দব্রাউজ , হাজারো শব্দের আনাগোনা , যার ভেতর কোন স্বার্থ থাকে না । মন ভালো করা সকাল আর মন খারাপ করা বিকেল সবই সময়ের খেলা হে , শুধু নিজেকে খোঁজা বোঝা আর মজার মুহূর্ত , সব যে বোঝার সে বুঝবে ।
কোনদিন সকালে কি মনখারাপের কথা মনে আসে, না কেউ চাই? কেউ না কেউ না । কোমল শিশুর সঙ্গে মিশতে চাই, অবলা জীবের সঙ্গে কথা বলতে চাই, ছেলেমানুষ হতে চাই । না হলে সারাদিন জীবন্ত থাকব কি করে!
সকালকে ভালোবাসলে সারা দিনযাপনের সুখ । প্রাত্যহিকতার বাইরে নিজেকে সময় না দিলে কি চলে? সম্পূর্ণ বিনা স্বার্থে, ভিন্ন ভাবনায় ।
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১১। ১।২০২১ সকাল সাড়ে ন ' টা । সকালের কথা ভাবতে ভাবতে হঠাৎ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ' এ কোন সকাল ' মনে পড়লো । সকাল অনেক কথা মনে করায় সম্পূর্ণ সরলভাবে । ক্লান্তিহীন সকাল তাই বড় কাম্য ।
শব্দসূত্র : এ কোন সকাল
এ সকালে ক্লান্তিহীন ভাবে যে মনোনিবেশ ঘটানো যায়, খুঁজে পেতেও তার বিকল্প পাওয়া যায় না । সকলের পাখির ডাক কিংবা অপার্থিব আমেজে চা বিস্কুট খাওয়ার প্রাত্যহিকতা সারা দিন ভালো করে দেওয়ার মতো ম্যাজিক্যালি সময় । এ সকালে গড়ে ওঠে শব্দব্রাউজ , হাজারো শব্দের আনাগোনা , যার ভেতর কোন স্বার্থ থাকে না । মন ভালো করা সকাল আর মন খারাপ করা বিকেল সবই সময়ের খেলা হে , শুধু নিজেকে খোঁজা বোঝা আর মজার মুহূর্ত , সব যে বোঝার সে বুঝবে ।
কোনদিন সকালে কি মনখারাপের কথা মনে আসে, না কেউ চাই? কেউ না কেউ না । কোমল শিশুর সঙ্গে মিশতে চাই, অবলা জীবের সঙ্গে কথা বলতে চাই, ছেলেমানুষ হতে চাই । না হলে সারাদিন জীবন্ত থাকব কি করে!
সকালকে ভালোবাসলে সারা দিনযাপনের সুখ । প্রাত্যহিকতার বাইরে নিজেকে সময় না দিলে কি চলে? সম্পূর্ণ বিনা স্বার্থে, ভিন্ন ভাবনায় ।
আমার স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন থেকে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন