চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৫
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
চলন্ত গাড়ি; ১৮-০১-২০২১; সন্ধ্যা ৬:২৮; লাইন হোটেল ৷ খোলা ৷৷ রেস্টুরেন্ট ৷ খোলা ৷৷ কই, চোখে পড়ছে না ৷ কাউকে হল্ট করতে ৷৷ মন্দার সন্ধ্যায় ৷ মোবাইল বলছে ৷ লেখো ৷৷ লেখার কথা ৷ সব সময়ই ৷৷ লাইন হোটেলে ৷ পাতা খাটিয়া ৷ ভাবছে ৷ ভাবতেই থাকছে ৷ কবি কী আমাদের আপ্যায়ন ৷ গ্রহণ করবে না কখনো !! হাইওয়ে ৷ তোয়াক্কা করছে না এইসব ভাবনার ৷৷ মোবাইল বলছে ৷ লেখো ৷ লিখতে থাকো ৷ কবি ৷ চলতে থাকুক ৷ গাড়ি ৷৷ চায়ের দোকান ৷ তোমার অপেক্ষায় আছে ৷৷ কবিতা যখন চূড়ান্ত আশ্রয় ৷ কবি যা লেখে ৷ তাই কবিতা হয়ে ওঠে ৷৷ কবি ভাবছে ৷ একদিন ৷ বাবুই দড়ির খাটিয়ায় বসে ৷ তড়কা রুটি খাবে ৷ আর এই খাটিয়ার জন্য ৷ একটি কবিতা লেখাও হবে ৷৷ হঠাৎ মুখের সামনে চায়ের কাপ ৷ একটা উষ্ণ চুমুক বলে উঠছে ৷ কবি কি সবার জন্য ! তাই যেকোনো কিছুর থেকেই কি কবিতা হয়ে উঠতে পারে ? হেসে উঠছে ৷ সন্ধ্যার অন্ধকার ৷৷ আর অন্ধকার কেটে এগিয়ে যাওয়া গাড়ির আলো ৷৷ বলছে কবির ব্যস্ততা নিয়ে এবার কবিতা হোক ৷৷ তবে তাই হোক ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন