শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৭ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৭

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


কুবাই ব্রিজ; ৩০-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৮; হাই উঠতেই ৷ চোখের কোণ ভেজা জল ৷ চকমক করে উঠছে ৷ রাস্তার চলমান আলোয় ৷৷ আলোরা ছুটন্ত ৷ রাজপথে ৷৷ ক্লান্ত রাজকর্মচারী ৷ পেরে উঠছে না আর ৷৷ হঠাৎ বেজে ওঠা ফোনে ৷ কথারা নীরব ৷৷ ফেসবুকে ফিরেছে রেডিও ৷ আকাশবানীর নোটিফিকেশন ৷৷ আজ ৷ সব কথাই তো মিডিয়া নির্ভর ৷ মুখোমুখি হলে ৷ ক'জন কথা বলে !! বলে ৷ অনেকেই বলে ৷ কথা যদি কবিতার মতো ধৈর্যবান হয় ৷ তাহলেই ৷৷ ধৈর্য ৷ সহ্য ৷ হাই তোলায় আনন্দ সংযোগ চাইছে ৷ তাইতো কবিতার কোল ! || শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...