চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৯
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২১-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৮; কেঁদে ভাসাচ্ছেন ৷ মন্ত্রী ৷ ইস্তফা দিয়েই ৷৷ সেচদপ্তর ৷ বনদপ্তর ৷ ধুয়ে দিচ্ছেন ৷ কেঁদে ৷৷ আমাদের স্বপ্নের ভেতর ৷ একজন শিশু ৷ মজা নিচ্ছেন ৷ গামলায় কাগজের নৌকা ভাসিয়ে ৷৷ বনে নয় ৷ মনে মোর ৷ পাখি আজ ৷ গান গায় ৷৷ তিনি ৷ তেনারা কি শুনতে পাচ্ছেন ৷ সেই গান ? মিডিয়ার মাইক ৷ এতো সুর ৷ আর এতো গানে ৷৷ জমিয়ে দিচ্ছো নির্বাচন ৷৷ শেষ সুরে ৷ শেষ কথা বসাবে ৷ ইভিএম ৷৷ বুথে বুথে ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন