চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৪
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
খিরাটী (চলন্ত গাড়ি); ০৭-০১-২০২১; সন্ধ্যা ৫:২৩; ক্ষেত ৷ সরষের ৷ আলুর ৷ সন্ধ্যার আঁধার মাখতে মাখতে ৷ বন্ধ করে দিচ্ছে অক্সিজেন পরিষেবা ৷৷ সন্ধ্যা বলছে ৷ অটুট রাখতে এগিয়ে চলা ৷ থামতে জানতে হয় ৷৷ উদ্ভিদ জানে ৷ সকাল হলে পাতায় পাতায় বিজয়ধ্বনি ৷ সেবার ৷ যেকোনো বিজয় বোঝে ৷ বিরতির মানে ৷৷ পৌষ আনন্দে ৷ মেতে আছে মাদল ৷৷ তার বোল ৷ আর পা ফেলার তালে ৷ বিরতিরা আনন্দ ছড়াচ্ছে হাওয়ায় ৷৷ মেতেছে ৷ কথা বলাবলিতে ৷ হাওয়া ৷ বলছে উধাও হল যে শীত ৷৷ কোকিল বলছে ৷ অসময়ে বসন্তও শ্রেয় নয় ॥ শীতের বিরতি বলছে ৷ আসছি ৷ সামনেই মকর ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন