রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৪ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৪

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


কেরানিচটী; ১৭-০১-২০২১; সন্ধ্যা ৬:২৩; ইচ্ছে নেই ৷ লেখার ৷ তবুও লিখছি ৷৷ নামলাম ৷ গাড়ি থেকে ৷ সামনেই ধুতরা গাছ ৷ ফুটতে থাকা ফুলগুলি বলছে ৷ লিখতে থাকো ৷ অনীচ্ছার লেখা ৷ দ্যাখো কেমন হয় ৷৷ মাথার থেকে ৷ এতোটুকু চিন্তন ৷ ভেসে যেতে থাকলো শূন্যে ৷ বাঁকা চাঁদের পিঠে বসে ৷ হাসতে থাকলো ৷৷ বললো ৷ তুমি ইচ্ছাধীন নও ৷ আর সব কর্তব্য ৷ ইচ্ছাধীন হয় না ৷৷ সিদ্ধান্তে ৷ অটল থেকে ৷ হাঁটতে হয় ৷ নিয়ম মেনেই ৷৷ আমিও তাই হাঁটতে থাকছি ৷ অক্ষরে অক্ষরে ৷ ইচ্ছায় ৷ অনীচ্ছায় ৷৷ শেষে দেখি ৷ বেশ দাঁড়িয়ে গেলো লেখা ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...