বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ২৩৮-২৪০ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ২৩৮-২৪০ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
-------------------------
২৩৮.
যাকে চন্দ্রিমার বিকল্প
ভাবি
সেও তো এক জলপরী
২৩৯.
বহুদূরে উড়িতেছে পাখি
তারও
আছে ভাই জলপরী আঁখি
২৪০.
জলপরীদের অনুসরণ কোরে
নিষিদ্ধ
ফল খাচ্ছি তনুমন ভরেভরে

1 টি মন্তব্য:

  1. ফলের উপর এই যে নৈষিদ্ধিক ট্যাবু আছে এটা কবিদেরই উঠিয়ে দিতে হবে

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...