চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৬
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ১৯-০১-২০২১; সন্ধ্যা ৬:২৩; দুয়ার আঁটা বাড়ি ৷ যে যার মতো ৷৷ শহরের অলিগলি ৷ শিক্ষিত ৷ যোকোনো বিপদ থেকে ৷ নিজেকে রক্ষার শিক্ষায় ৷৷ এ আর নতুন কী ? নতুন কিছুই নয় ৷৷ তবুও হাঁটতে হাঁটতে ৷ ভাবো ৷ চিরপুরাতন নিয়ে ৷৷ প্রতিটি মুখ ৷ প্রতিটি মাস্ক ৷ ঢাকনা দেওয়া ডাকগুলো ৷ আন্তরিকতার অভাবে ধুঁকছে ৷৷ সেইসব মুখে বসাবো ৷ কথা ৷ ভালোবাসার ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন