শব্দব্রাউজ ৭৩|| নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৭৩ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১২। ১।২১ সকাল আটটা পন্ঞ্চাশ মিনিট । বয়েস বাড়লে যৌবন বিগত হতে শুরু করে । তবু মনে মনে অনেকেরই উচ্ছ্বাস থেকে যায় ।
শব্দসূত্র: দুরন্ত জীবন্ত যৌবন
দুরন্ত জীবনের আকর্ষণ আলাদা । সেই সত্যি বিগত হতে হতেও সরে যেতে চায় না । যখন অন্যের হাত ধরে গমনাগমনের ইচ্ছে মাথাচাড়া দেয় তখন আবার যৌবনের নস্টালজিয়া আলাদা করে মনে স্থান নিতে চায় । দুরন্ত সময়ের সাফল্য ব্যর্থতা জুড়ে জুড়ে নস্টালজিয়ার কোলাজ করি । রঙে রসে মেশা মৌবনের কথা কার না ভাবতে ভালো লাগে । অসহ্য ধারাবাহিক জীবনের বিস্বাদে অভ্যস্ত হয়েও কি করে যে এত সুখ গান মনে জড়ো হয়! প্রিয় সাফল্য নিয়ে দশকের পর দশক আস্ফালন করে হাজারো মানুষের বাঁচার ক্যারিশমা জানা হল না ....
মৃত্যুর আগের স্টেশনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা খুঁজতে গিয়ে অনেক দেখা হল । অনেক অনেক স্মৃতিচারণ সঙ্গী করে ক্রমাগত ফুরিয়ে যাওয়ার এই সত্য মেনে নিলেই ভালো । নচেৎ ....
যৌবন আমায় দিয়েছে সুখানুভূতি, অগোছালো জীবন স্পর্ধা আরো কত! যৌবন আমায় শিখিয়েছে স্বপ্ন দেখা, এগিয়ে যাবার স্পৃহা, উদ্ভূত চ্যালেঞ্জ । যৌবন শিখিয়েছে যৌনতা, গভীরতা, সৃষ্টির প্রেরণা ।
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ১২। ১।২১ সকাল আটটা পন্ঞ্চাশ মিনিট । বয়েস বাড়লে যৌবন বিগত হতে শুরু করে । তবু মনে মনে অনেকেরই উচ্ছ্বাস থেকে যায় ।
শব্দসূত্র: দুরন্ত জীবন্ত যৌবন
দুরন্ত জীবনের আকর্ষণ আলাদা । সেই সত্যি বিগত হতে হতেও সরে যেতে চায় না । যখন অন্যের হাত ধরে গমনাগমনের ইচ্ছে মাথাচাড়া দেয় তখন আবার যৌবনের নস্টালজিয়া আলাদা করে মনে স্থান নিতে চায় । দুরন্ত সময়ের সাফল্য ব্যর্থতা জুড়ে জুড়ে নস্টালজিয়ার কোলাজ করি । রঙে রসে মেশা মৌবনের কথা কার না ভাবতে ভালো লাগে । অসহ্য ধারাবাহিক জীবনের বিস্বাদে অভ্যস্ত হয়েও কি করে যে এত সুখ গান মনে জড়ো হয়! প্রিয় সাফল্য নিয়ে দশকের পর দশক আস্ফালন করে হাজারো মানুষের বাঁচার ক্যারিশমা জানা হল না ....
মৃত্যুর আগের স্টেশনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা খুঁজতে গিয়ে অনেক দেখা হল । অনেক অনেক স্মৃতিচারণ সঙ্গী করে ক্রমাগত ফুরিয়ে যাওয়ার এই সত্য মেনে নিলেই ভালো । নচেৎ ....
যৌবন আমায় দিয়েছে সুখানুভূতি, অগোছালো জীবন স্পর্ধা আরো কত! যৌবন আমায় শিখিয়েছে স্বপ্ন দেখা, এগিয়ে যাবার স্পৃহা, উদ্ভূত চ্যালেঞ্জ । যৌবন শিখিয়েছে যৌনতা, গভীরতা, সৃষ্টির প্রেরণা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন