শব্দব্রাউজ ৮৮ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮৮। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৭। ১। ২০২১। সকাল ৯টা । জীবনকে যাক না যেদিকে যেতে চায় বলে ছেড়ে দেওয়া যায় না । কারণ তাতে ভবিষ্যতের চিন্তা চেপে বসে । সাংসারিক হওয়া বড় জ্বালা । বড় বেশি মায়ায় জড়ায় । জীবনের সংজ্ঞা আমরা জানি না তাই রহস্যও পিছু হাঁটে ।
শব্দসূত্র : এই যে জীবন
জীবনে দেখা হল বহু । বাষট্টি বসন্ত পেরিয়ে যখন স্মৃতিচারণ করি, তখন কোথা থেকে ভীড় করে আসে স্মৃতির মায়া, যাকে বাস্তবে আমি কোনদিনও পাব না । আসলে জীবন মানে নস্টালজিয়াকে আদর করা, বর্তমানকে মেনে নেওয়া, ভবিষ্যতকে চিন্তা করা । যদিও শেষ ফলাফল শূন্য তবুও একশোর স্বপ্ন নিয়ে থাকারও লাভ আছে । বড় লাভ উত্তরণের স্বপ্ন দেখা । দুনিয়ার গোলকধাঁধায় জীবনকে ফেরাতে বেশ মজা । হা হা ।
যে সময় ফুরিয়ে ফেলছি তা নিয়ে শত গল্পকথা লেখার চিন্তা ক'জনের! কে আর মুহূর্তগুলো সরে যাওয়ার কথা চিন্তা করে । সংসারের পেছল পথে নামতে নামতে সেই চিন্তাই অবিরাম । কে আর সত্যাসত্য বোঝে!
এইতো জীবনের সারাৎসার । তাকে নিয়ে কালযাপন । আমি কি আর আমার? সব সময়ের । সব কালজয়ের স্বপ্নে বিভোর!
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৭। ১। ২০২১। সকাল ৯টা । জীবনকে যাক না যেদিকে যেতে চায় বলে ছেড়ে দেওয়া যায় না । কারণ তাতে ভবিষ্যতের চিন্তা চেপে বসে । সাংসারিক হওয়া বড় জ্বালা । বড় বেশি মায়ায় জড়ায় । জীবনের সংজ্ঞা আমরা জানি না তাই রহস্যও পিছু হাঁটে ।
শব্দসূত্র : এই যে জীবন
জীবনে দেখা হল বহু । বাষট্টি বসন্ত পেরিয়ে যখন স্মৃতিচারণ করি, তখন কোথা থেকে ভীড় করে আসে স্মৃতির মায়া, যাকে বাস্তবে আমি কোনদিনও পাব না । আসলে জীবন মানে নস্টালজিয়াকে আদর করা, বর্তমানকে মেনে নেওয়া, ভবিষ্যতকে চিন্তা করা । যদিও শেষ ফলাফল শূন্য তবুও একশোর স্বপ্ন নিয়ে থাকারও লাভ আছে । বড় লাভ উত্তরণের স্বপ্ন দেখা । দুনিয়ার গোলকধাঁধায় জীবনকে ফেরাতে বেশ মজা । হা হা ।
যে সময় ফুরিয়ে ফেলছি তা নিয়ে শত গল্পকথা লেখার চিন্তা ক'জনের! কে আর মুহূর্তগুলো সরে যাওয়ার কথা চিন্তা করে । সংসারের পেছল পথে নামতে নামতে সেই চিন্তাই অবিরাম । কে আর সত্যাসত্য বোঝে!
এইতো জীবনের সারাৎসার । তাকে নিয়ে কালযাপন । আমি কি আর আমার? সব সময়ের । সব কালজয়ের স্বপ্নে বিভোর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন