চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩১
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
মহুয়াচক; ০৪-০১-২০২১; বিকেল ৫:১৮; রাস্তার ধূলো ৷ পাখি ৷ কুয়াশা ৷ কেউ নিজের গুরুত্ব বোঝাচ্ছে না ৷৷ ধূলোর উড়ানে ৷ প্রেরণা ৷ যানবাহনের চাকা ৷৷ প্রেরণা ৷ পাখির উড়ানে ৷ দিনযাপনের তাগিদ ৷৷ কুয়াশার প্রেরণা ৷ সময়ের চাকা ৷৷ দূরের বটগাছটি বলছে ৷ প্রেরণারা ৷ নিজেও জানে না ৷ তারা প্রেরণা ৷ তারা আত্মমগ্ন ৷ কর্মময় ৷৷ ওহে বিকেল ৷ আমার কবিতার বিকেল ৷ কে যে কখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন