সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

অভিমান,স্বাভিমান || জয়ন্ত চট্টোপাধ্যায় || অন্যান্য কবিতা

 

অভিমান,স্বাভিমান 

জয়ন্ত চট্টোপাধ্যায়




 
আপনার কলমটি বিদ্রোহ করতেই পারে
কতদিন সে পড়ে আছে অবহেলা মেখে
নতুন বন্ধুর টানে আপনি সিস্টেম বদলে
কেমন বোকা বোকা ডিজিট্যাল লেখেন
কার হাসি তার বুকে ঘা দেয় বোঝেন না।
নতুন বান্ধবীর সাথে মশগুল হলে আপনার
সঙ্গিনী তা সহ্য করে? কলম কি প্রাণহীন ?

আজকাল বাটনেই লেখেন তাতে আপনার
অদক্ষ অক্ষরগুলি ঢাকা যায় ঠিক তবু ...... 

আপনার হাতে ধরে সাদামাঠা মাটি খুঁড়ে
অমিয় ঝরনাধারা টেনে আনা জাদুকাঠি
অবহেলা দেখে যদি অভিমানী তবে স্বেচ্ছামৃত্যু
নেয়ার আগেই তাকে ডেকে নিন দেখুন
এখনও তার বুকে কত স্বর্ণকল্প চাপা রয়ে গ্যাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...