কিছু বই কিছু কথা ২৫৬ । নীলাঞ্জন কুমার
বিষপাথর । সোমক দাস । দেজ পাবলিশিং । চল্লিশ টাকা ।
সোমক দাস যে ভাষায় উচ্চারণ করেন তা হয়তো অনেকেরই পছন্দ না হতে পারে, বড় সত্য কথা তিনি বলেন বলে তাকে ছুঁয়ে থাকা বেশ অসম্ভব , তবু তাঁর কবিতা টেনে নিয়ে যায় নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে । ২০০২ সালে তাঁর প্রকাশ কাব্যগ্রন্থ ' বিষপাথর ' এ তা উপলব্ধি করি যখন তিনি বলেন ' এ জীবনে, আজকাল, সোজা আর কিইবা আছে তেমন । /সবই বাঁকা, বিধিলিপি, সার্থকতার সরুপথ, পুরুষ লিঙ্গ/ অথবা তোমার শাদা সিঁথি, প্রত্যাখ্যানের পদ্ধতি । ' ( বাঁকাবিহারী) , 'ইতিহাসের বই থেকে ছিঁড়ে গেছে রাণা প্রতাপের দাড়ি, / আক্রমণের ধারাবিবরণী ' ( তো) , ' অর্থহীনতার কাছে বসে থাকি । ঈশ্বরত্ব ততো নয়, অর্থময় হয়ে ওঠে/ এ জীবন, শিল্পের কারণে । ' ( ' অর্থ ') , ' ভারতীয় চতুর তস্কর চুরি করে নিয়ে গেছে তার কষ্টার্জিত ভারত মহিমা ' ( ' কালকা মেল '।) তখন তাকে তাঁর ভাষায় ঠিকঠাক খুঁজে পাই । কবির ভেতরে যে প্রাণবন্ত দিকগুলো খুঁজি তার মধ্যে নিজেরা বেশ চার্জড হয়ে উঠি । মোহময় কোমল কবিতার সঙ্গে তাঁর খুব একটা সখ্যতা কোনদিন নেই , তাঁর বহু কবিতার বই পড়ার কারণে জেনে গেছি । প্রকৃত কবিরা কোন অনুগ্রহ চান না , সোমকও চাননি । নিশ্চিন্তে মনুষ্যত্বের পথে হাঁটতে হাঁটতে তাকে পাই জনারণ্যে ক্ষোভের মিছিলে । যা তিনি লিপিবদ্ধ করেন কবিতায় । সোমক তাৎপর্যপূর্ন কবি হয়ে ওঠেন তখন । পৃথ্বিশ গঙ্গোপাধ্যায়ের প্রচ্ছদ মানানসই বইটির মূল ভাবনার সঙ্গে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন