রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের শীতবস্ত্র প্রদান || শান্তনু পাণ্ডা

সংকল্প ফাউন্ডেশনের শীতবস্ত্র প্রদান 

শান্তনু পাণ্ডা




 বিশ্ব বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস এর ১২৫ তম জন্ম দিবস উপলক্ষে মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশনের  উদ্যোগে ঝাড়গ্রাম এর দুই নম্বর ওয়ার্ডে আশ্রম পাড়ার কুষ্ঠ কলোনিতে ৭৫ টি পরিবারের পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো এবং সমস্ত শিশুদেরকে কেক বিতরণ করা হলো। কুষ্ঠ কোন সামাজিক ব্যাধি নয় এবং অভিশাপ নয় এটি একটি অন্যান্য পাঁচটি রোগের মতো একটি ভাইরাস ঘটিত রোগ নিরাময় যোগ্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গাম পৌরসভার প্রশাসক কল্লোল তপাদার উপস্থিত ছিলেন আমাদের সংকল্প  ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাননীয় গোপাল সাহা মহাশয়। ভিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, কার্যকরী সভাপতি পিন্টু সাউ সহ-সভাপতি মন্টু সাউ, ইন্দ্রদীপ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন নীলাঞ্জনা সাউ, অনিশ সাউ। নেতাজির আত্মত্যাগকে আমরা সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মান জানিয়ে উনার কর্ম ধারাকে ধরে রেখে আগামী দিনে পথ চলব। এছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দীপক সামন্ত, অনমিকা তেওয়ারি, রীতা সোম, অমরনাথ বিদ, সুব্রত দত্ত, খোকন মল্লিক, কাকলি দাসগুপ্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...