শাহিন শাজনীন || ব্যক্তিত্ব
শাহিন শাজনীন। কবিতা প্রতি ভালোবাসা স্কুল জীবন থেকেই। ক্লাস এইট, নাইনে ডায়েরির পাতায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। কিছুদিন তাতে ছেদ পড়লেও পরবর্তীতে আবার শুরু করেন।
জন্ম-দিনাজপুর জেলার ফুলবাড়িতে। সমাজবিজ্ঞানে মাস্টার্স করে এখন ঘরসংসার সামলান। স্বামী কলেজে অধ্যাপনা করেন। আর ক্লাস থ্রি পড়ুয়া একমাত্র পুত্র আরাধ্য নিয়ে সংসারজীবন।
বাংলাদেশ দৈনিক পত্রিকা যেমন ভোরের কাগজ, মানবকণ্ঠ সহ বেশ কয়েকটি প্রথমসারির দৈনিক কাগজে নিয়মিত লিখে থাকেন।
"দোঁহে যাই কুহক জোছনায়" তাঁর একমাত্র কাব্যগ্রন্থ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন