কিছু বই কিছু কথা ২৬১ । নীলাঞ্জন কুমার
প্রেমিক হেমলক ও অন্যান্য কবিতা । অশোক মুখোপাধ্যায় । আড্ডা সাহিত্য । পনেরো টাকা ।
' নদীর মায়ের তৈরি ঢেউ খুব প্রিয় ছিল আমার । আমি ঢেউয়ের কাপে বারবার যখন চুমুক দিতাম, নদী আমার দিকে চেয়ে পড়ার বদলে হাসতো । ' ( রাত দুটোর টিউশন ' ) -র মতো মন ভালো করা পংক্তির সামনে দাঁড়িয়ে ভালোলাগা অনুভব করি তখন বুঝতে পারি কবি অশোক মুখোপাধ্যায়ের কবিতার মোচড়ে শক্তি কতখানি । তাঁর ' প্রেমিক হেমলক ও অন্যান্য কবিতা ' র মতো ষোল পৃষ্ঠার লম্বাটে কবিতার বইটির ভেতরে অসাধারণ অলংকরণ ( কবিকৃত) ও গোটা বইটির প্রতিটি কবিতা তারিয়ে তারিয়ে উপভোগ করতে গিয়ে পাই সেই সব উচ্চারণ : ' যে মাছের গর্ভপাত হলো আজ সন্ধ্যা ৬ টায় তার মুখ ভোর হলে ঠিক চিনে নেবে মাছরাঙা পাখির ঠোঁট । ' ( চাঁদের সূত্র ' ) , ' সেই চিৎকারে অজস্র অনুপ্রাস জন্ম দিতে পারছিনা । ফলত আজ যে সমস্ত ছাগলে ধরে এনেছি তারা সত্যিই ছাগল ছিল কিনা- সেই প্রশ্ন ঘিরে আমাদের মধ্যে চূড়ান্ত সংঘর্ষের সূত্রপাত ঘটেছে । ' ( ' ছাগল ' ) র মতো গদ্যধর্মী ৩২ টি কবিতা কবির ক্যারিশমা বুঝিয়ে ছাড়ে ।
' টিভির পর্দায় আজ চালান করে দিয়েছে সবুজ অনুভবকে মুরগির পোল্ট্রির ভেতর ।' ( ' খেলনা ') আমাদের সজীব করে । কবিকৃত প্রচ্ছদটি এক আলাদা অনুভূতি দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন