বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

মহাপাল মকরহাট

 মহাপাল মকর হাট




ঝাড়গ্রাম জেলা র গোপীবল্লভপুর ২  নং ব্লকের  "পৌষ সংক্রান্তি মকর হাট মহাপাল গ্রামে । সোমবার ছিল ঐ হাট। পৌষ পার্বন 

কে অপেক্ষা করে হাটে চলছে কেনাকাটা। ঐ হাটে পাওয়া যাচ্ছে আঁখ, সাকালু, লালআলু,  চালগুড়ি, মাটির হাঁড়ি, আতসবাজি,  পোশাক, সব্জি, আলু, পেঁয়াজ,  আদা, রসুন, টুসু ঠাকুর, মাছ ম, মাংস। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি, মাংস,মদ হেঁড়িয়া, টুসু গান, নাচ, মাদলের তাল। আনন্দ হৈ হুল্লোড় এই সব নিয়ে কেটে যায় গ্রাম বাংলার মানুষের আনন্দ মুখর দিন গুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...