কিছু বই কিছু কথা ২৬২ । নীলাঞ্জন কুমার
রোল কল । প্রভাত চৌধুরী । ত্রিষ্টুপ প্রকাশনী
। পন্ঞ্চাশ টাকা ।
' কেননা হাসিমারা যাবার আগামীকাল ঠিক/ কখন আসবে আর কখনই বা ছাড়বে/ তার ওপর নির্ভর করছে রোল নম্বর টু- এর উইক এন্ড ' ( রোল নম্বর টু)
কিংবা ' রুটিন কাজের বাইরে অনেকগুলি জার্সি/ এখন কোনটি রোল নম্বর ফাইভের পছন্দ হবে/ তা কিন্তু রোল নম্বর সিক্সও জানে না । ' ( রোল নম্বর ফাইভ' ) কবি প্রভাত চৌধুরীর পোস্টমডার্ন চরিত্রের লেখা এই ধরনের কবিতাগুলো তাঁর অনেক কবিতার মতো পেয়ে যাই। সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' রোল কল ' প্রধানত সিরিজকেন্দ্রিক বারোটি কবিতার ভেতর দিয়ে
এক চরিত্র গড়ে উঠেছে । কবি এই কাব্যগ্রন্থে কোন চমক সৃষ্টির দিকে যাননি বলে তাঁর কবিতা গভীরতায় পৌঁছাতে পেরেছে , যেমন: ' যারা ভাবছেন এরপর দেবরাজ ইন্দ্র / স্বর্গ থেকে রথে করে পাঠিয়ে দেবেন বৈভব/ তাদের ' ভাবনা' কে ' ভবসাগরে পাঠিয়ে দিলাম ' ( ' রোল নম্বর সেভেন ' ) , ' এইমাত্র সাধনের সঙ্গে যে কথা হল/ তখন ওকে বোধিদ্রুমের কথা মনে হয়নি/ রোল নম্বর ইলেভেন সবসময়/ গাছগাছালির সঙ্গে থাকতে চায় ' ( ' রোল নম্বর ইলেভেন ' ) এর সামনে দাঁড়িয়ে কবির সোজাসাপটা কথার ভেতর যে বাহাদুরি চুপিসারে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়ার আনন্দ পাওয়া যায় ।
কবি প্রভাত চৌধুরী সেই কবি যিনি খোঁজেন সেই কবিতা যার ভেতর দিয়ে গড়ে উঠতে পারে অসংখ্য ভাবনা । তাঁর কবিতার মাধ্যমে তিনি সকলকে বেঁধে ফেলতে আগ্রহী । পার্থপ্রতিম আচার্যের প্রচ্ছদের গভীরতা তারিফযোগ্য ।
রোল কল । প্রভাত চৌধুরী । ত্রিষ্টুপ প্রকাশনী
। পন্ঞ্চাশ টাকা ।
' কেননা হাসিমারা যাবার আগামীকাল ঠিক/ কখন আসবে আর কখনই বা ছাড়বে/ তার ওপর নির্ভর করছে রোল নম্বর টু- এর উইক এন্ড ' ( রোল নম্বর টু)
কিংবা ' রুটিন কাজের বাইরে অনেকগুলি জার্সি/ এখন কোনটি রোল নম্বর ফাইভের পছন্দ হবে/ তা কিন্তু রোল নম্বর সিক্সও জানে না । ' ( রোল নম্বর ফাইভ' ) কবি প্রভাত চৌধুরীর পোস্টমডার্ন চরিত্রের লেখা এই ধরনের কবিতাগুলো তাঁর অনেক কবিতার মতো পেয়ে যাই। সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' রোল কল ' প্রধানত সিরিজকেন্দ্রিক বারোটি কবিতার ভেতর দিয়ে
এক চরিত্র গড়ে উঠেছে । কবি এই কাব্যগ্রন্থে কোন চমক সৃষ্টির দিকে যাননি বলে তাঁর কবিতা গভীরতায় পৌঁছাতে পেরেছে , যেমন: ' যারা ভাবছেন এরপর দেবরাজ ইন্দ্র / স্বর্গ থেকে রথে করে পাঠিয়ে দেবেন বৈভব/ তাদের ' ভাবনা' কে ' ভবসাগরে পাঠিয়ে দিলাম ' ( ' রোল নম্বর সেভেন ' ) , ' এইমাত্র সাধনের সঙ্গে যে কথা হল/ তখন ওকে বোধিদ্রুমের কথা মনে হয়নি/ রোল নম্বর ইলেভেন সবসময়/ গাছগাছালির সঙ্গে থাকতে চায় ' ( ' রোল নম্বর ইলেভেন ' ) এর সামনে দাঁড়িয়ে কবির সোজাসাপটা কথার ভেতর যে বাহাদুরি চুপিসারে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়ার আনন্দ পাওয়া যায় ।
কবি প্রভাত চৌধুরী সেই কবি যিনি খোঁজেন সেই কবিতা যার ভেতর দিয়ে গড়ে উঠতে পারে অসংখ্য ভাবনা । তাঁর কবিতার মাধ্যমে তিনি সকলকে বেঁধে ফেলতে আগ্রহী । পার্থপ্রতিম আচার্যের প্রচ্ছদের গভীরতা তারিফযোগ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন