কিছু বই কিছু কথা ২৬০। নীলাঞ্জন কুমার
তিরিশে ফেব্রুয়ারি । অনিন্দ্য রায় । এখন বাংলা কবিতার কাগজ ও জার্নি 90S-এর যৌথ উদ্যোগ । পন্ঞ্চাশ টাকা ।
' বারান্দার পোষাকগুলো ঝুলছে আর রাস্তায় লোক/ পোষাক দেখে ভাবছে আমার কথা/ ঘরে আঁশরঙা ঘুমের ভেতর শুয়ে আছি ' - র মতো প্রচুর কবিতা নিয়ে ১৯৯২- ২০০৭সালের রচনাকালে ২০১০ এ প্রকাশিত কবি অনিন্দ্য রায়ের ' তিরিশে ফেব্রুয়ারি '' সেই কাব্যগ্রন্থ যার ভেতরে এক অবাক উচ্চারণ বাসা বেঁধে থাকে, যাকে খুঁজে পেলে গোটা বইটি না পড়ে থাকতে পারা যায় না । যার থেকে আহরণ করতে পারা যায়: ' যখন লিখতে পারতাম ফেব্রুয়ারির চরিত্র আমার লম্বাটে খাতায় / কেউ বুলিয়ে দিয়েছিল খয়েরি রাবার, আর ঘুমিয়ে পড়েছিলাম ' , ' বাঁশপাতা, তোমাকে বাতাসে ওড়াব ' , ' আমার হাত ধরে আমাকেই নিয়ে যাই বাতাবিবেলায় ' এর মতো উচ্চারণ ।
বলা যায় এই কবির কবিতাতে বড় বেশি শব্দময়তা ও অপার্থিবতার দিকে বেশি ঝোঁক । যার ফলে কিছু কিছু সময় বড় বেশি একই ধরনের কবিতা পাঠকের বিব্রত করার কারণ হতে পারে । কিন্তু তবু কবিতার ভেতর ছুঁয়ে থাকা কাব্যিক প্রবণতার অনেক উদাহরণ আমরা পেয়ে যাই , যেমন: ' আমরা রাত্রির নাম রাখলাম আস্তাবল আর হ্রেষা দিয়ে ভরিয়ে দিলাম বিবাহকালীন পরিবেশ । ' ( আস্তাবল ') 'শ্রীমোম, প্রতিভা গলে পড়ছে আগুন/ দুর্বৃত্ত ... তোমার রিপু সুতো ছিঁড়ে আত্মপ্রতারক ' ( অক্ষরশরীরে বৃষ্টি- ৩ ' )বহু যত্ন করে গড়া কাব্যবিন্যাস । অতনু বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদ ব্যন্ঞ্জনাধর্মী, যা কাব্যগ্রন্থের প্রকৃতি তুলে ধরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন