রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশন " -এর উদ্যোগ

"সংকল্প ফাউন্ডেশন "-এর উদ্যোগ



 সংকল্প ফাউন্ডেশন শুধু মেদিনীপুরে সীমাবদ্ধ নয়। গোটা  দক্ষিণবঙ্গে এই সংগঠন কাজ করতে অঙ্গীকার বদ্ধ। । তাই  মেদিনীপুর ছাড়িয়ে পুরুলিয়ার বাগমুন্ডিতে  নতুন বছরের প্রথম দিনে ১০ জন দুঃস্থ মানুষকে  শীতবস্ত্র ( চাদর) প্রদান  করা হলো।  উপস্থিত ছিলেন  পিন্টু সাউ , রাজশ্রী মন্ডল,  সুদীপ্তা দে, মুক্তিি গিরি,  অনীশ সাউ, মন্টু সাউ, মুনমুন ঘোষ,  নীলাঞ্জনা সাউ এবং সম্পাদিকা পারমিতা সাউ  (গিরি)। খবর টি জানিয়েছেন ড.শান্তনু পান্ডা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...