অনুগল্প || "প্রার্থনা"
অরবিন্দ মুখোপাধ্যায় ।
নতুন বছরে আর তাকে পাওয়া যাবে না ।এই নিরুদ্দেশ যেন এক অসীম যাত্রাপথের পথিকের অনন্তকে ছুঁয়ে দেখার চেষ্টা মাত্র । তার পদচিহ্নও সেভাবে ছাপ ফেলতে পারল কই ! আবার অন্ধকার মানেই তো আলোর অস্তিত্ব আছে । সে আলো অগোচরে থাকে ।প্রতিসৃত সব চোখে হয়না ।
এভাবেই কুড়ির শূন্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমাদের অসহায়তা, বিপন্নতা, পারলৌকিক গমন কীভাবে লোভাতুর,সেচ্ছাচার জীবনকে নগ্ন করে দেয় ।
এইতো শূন্য মুছে গিয়ে এক এসে পড়ল ।একটু একটু করে জীবন আরো পূর্ণতার দিকে এগিয়ে যাক্ ।তাকে, তাদেরকে হয়তো ভিন্ন ভাবে খুঁজে পাব ।
পাপন তার বাবাকে বলল, আর কতক্ষণ চার্চে বসে থাকবে বাবা ! মোমবাতি জ্বালিয়ে দাও । ছেলের ডাকে সম্বিত ফিরে পেল বাবা । পরম যত্নে জ্বালাতে থাকল মোমবাতিগুলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন