শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

২টি কবিতা || অমিত কাশ‍্যপ || আজকের কবিতা

২টি কবিতা

অমিত কাশ‍্যপ






শ‍্যামনগর

শ‍্যামনগরের পাশেই রাধিকাপুর হতে পারত
ওই হল না, এমনটাই হয় 
তন্ময়বাবু হাসিখুশি মানুষ, বউ বেজায় গম্ভীর 
খিটিমিটি হয়, আবার মানিয়েও নেন
ওই, বাজারে গিয়ে যা হয়, খুচরো সমস্যা 

ফলের পরে জল খাবেন না 
রাতে গুরুপাক নয়, টক খাওয়াও নিষেধ 
মানিয়ে নেন, তন্ময়বাবু শ‍্যামনগরের মাঝামাঝি 
নামলেন, নামল ঝমঝম করে রাত্রি 
শীত জড়িয়ে ধরল, বলল, আসুন স‍্যার

###

রাধিকাপুর

নামটা ভালো লাগতে, উন্মুখ হয়ে 
জানালার পাশে এলেন, ট্রেন মৃদুগতির
নামলে নামতে পারতেন, সে হবার নয়
মৃদু থেকে গতিময়, সাঁঝ থেকে 
নীরব অন্ধকার, মৃদু আলোয় গ্রামীণ পথ

গ্রামীণ পথের পাশে হয়তো পাল পাড়া 
পাল পরিবার, এখনো ঠাকুর হয় হয়তো
একচালা, পুজো হয়, মোড়ে মণ্ডপ করে 
হ‍্যাজাকের মৃদু আলোয় উদ্ভাসিত মায়ের মুখ 
কত কথা মনের পাশে জমা হয়, রাধিকাপুর


###

85 এ, শম্ভু বাবু লেন, কলকাতা 14, ফোন 9007490211


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...