শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৮ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৮

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


শরৎপল্লী; ০১-০১-২০২১; বিকেল ৪:০৪; সমর্পণ ৷ ধ্যানযোগে ৷৷ যত্ন ৷ হঠযোগে ৷৷ বিজ্ঞানপ্রেম ৷ প্রকৃতিব্যবস্থাপনায় ৷৷ হে চৈতন্য ৷ হে অসীম ৷ তোমার লক্ষ্যবিন্দু তিনি ৷৷ তিনি কল্পতরু ৷ তুমিও ৷৷ চারাগাছে ৷ জল সিঞ্চন ৷ এইসব বিড়বিড় করে বলে চলেছে ৷৷ যে প্রক্রিয়া ৷ বলছে ৷ কথা ৷৷ টবের মাটি ছুঁয়ে ৷ তুলসী ৷ গিলয় ৷ অশ্বগন্ধা ৷ ছড়িয়ে দিচ্ছে ৷ সেই কথাই ৷ দিব্যপ্রবাহে ৷৷ হে প্রবাহ ৷ হে কাব্য ৷ হে অনুভব ৷ দৃঢ় করো মানবসুন্দরের সুরক্ষাবলয় !! হে সুর ! তোমার সুরকারকে জানাও মানবসুন্দরদের প্রণাম ৷৷ আজ আমরা ৷ ভালো থাকতে চাই ৷ ভালো রাখতে চাই ৷৷ জীবনমুক্ত বাঁচতে চাই ৷ আনন্দে ৷ শান্তিতে ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...