শনিবার, ২ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৯ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৯

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


ধান্যছড়া; ০২-০১-২০২১; সন্ধ্যা ৬:২৭; নাম ডাকছে ৷ সিভিক পুলিশ ৷ নড়াচড়া ৷ লম্বা লাইনে ৷৷ ফটো তোলা ৷ স্বাস্থ্যসাথী-র ৷৷ হাওয়ায় উড়তে থাকা শীত ৷ শুনছে ৷৷ শুনছে ৷ সান্ধ্য নিঝুমতার বটপাতারা ৷৷ দুয়ারে সরকার ৷ পাড়ায় সমাধান ৷৷ গচ্ছিত তাগিদ ৷ ল্যাপটপের স্মৃতিতে ৷ একজিট পোলে ভরসা করছে না আর ৷৷ যে হাঁটছে ৷ তার পা কথা বলছে ৷৷ যে কথা বলছে ৷ সে নাড়িয়ে দিচ্ছে নাগরিকদের লাইন ৷৷ স্ট্র্যাটেজিস্ট ৷ হাওয়ায় কান পাতো ৷ নড়াচড়া করা মানুষের লাইনে দাঁড়াও ৷৷ দু-একটা ঝিঁঝি ৷ বলে উঠছে ৷ রাজনীতিতে ছারখার ৷ পারিবারিক শান্তি ৷ গ্রামে গ্রামে ৷৷ পার্টি অফিস ৷ খুলে যায় ৷ সন্ধ্যা হলেই ৷৷ ঝিঁঝিঁরা বিরক্ত ৷ রাজনীতির আলোয় ৷৷ মানবিক ৷ মূল্যবোধের মেলবন্ধনে ৷ বাঁচতে চাইছে ৷ ঝিঁঝিঁ ৷ মানুষের মনের ভেতর ৷ অন্ধকারে ৷৷ রাত বলছে ৷ ওহে তাগিদ ৷ অভিমুখ ফেরাও ৷ || শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...