কিছু বই কিছু কথা ২৪৯ । নীলাঞ্জন কুমার
চিরজনমের রাজা রে । মুকুল চট্টোপাধ্যায় । এবং মুসায়েরা । চল্লিশ টাকা ।
কবি মুকুল চট্টোপাধ্যায় এমন কবি যিনি অতি গভীর কথা ভীষণ সহজে বলতে পারেন । যা পড়ার পর সাধারণ কবিতা পাঠকের ক্ষেত্রেও তা রক্তে প্রবাহিত হয় । যেমন : ' দশটা মানুষ যার কাছে আসে/ ভালো করে দেখো; / সে কারোর কাছে যায় না । ' ( ' মান্যি ' ) , ' ব্যথা তোমার গত জন্মের পুন্য ধন / ব্যথাকে নিয়ে বিব্রত হয়ো না/ ব্যথা তোমার কাজের মেয়ে ' ( ' ব্যথা ') , ' নীরব অক্ষর গুলো এ সংসারে বোবা মেয়ে/ নীরবে কাজ করে/ কথার ভুবনে থাকে না ।' ( ' নীরব নিবেদন') , ' এতো ভুলো মন আমার একদিন/ মৃত্যুকেও ভুলে যাব ' ( ' চিরসখা ')-র মতো পংক্তি যা ছড়িয়ে আছে তাঁর কাব্যগ্রন্থ ' চিরজনমের রাজা ' তে ।
কবির কবিতার ভেতর সেই প্রত্যয় লক্ষ্য করি যা তাঁকে লক্ষ্যে নিয়ে যায় । করির এই কাব্যগ্রন্থের নাতিদীর্ঘ ১২৮ টি কবিতাতে সেই প্রত্যয় উজ্জ্বলভাবে ছড়িয়ে আছে ।
কবির কবিতার ভেতর বাড়তি উচ্ছ্বাস কিংবা অহেতুক উচ্চাশা নেই বলে তিনি খোলা মনে তাঁর কবিতা একান্ত নিজস্ব ধারায় তুলে ধরতে পারেন অবলীলায় । যা সঠিক কবিতা পাঠককে তন্নিষ্ঠ করবে । প্রকাশ কর্মকারের প্রচ্ছদ প্রকাশের ধারা ও মার্জিত চিন্তা অসাধারণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন