শব্দব্রাউজ ৬৩|| নীলাঞ্জন কুমার
| "আই-যুগ"-এর কবিতা
তেঘরিয়ার বিপাশা আবাসন ২।১১।২০২০। সকাল সাড়ে আটটা । কোনোরকম উৎসব অনুষ্ঠান মানে মাতলামির মাত্রা বেড়ে যায় রাস্তাঘাটে । তার থেকে জাতে মাতাল তালে ঠিক কথার মনে আমদানি । ক'জন আর তালে ঠিক থাকতে পারে ?
শব্দসূত্র : জাতে মাতাল তালে ঠিক
জাতের বিষয়ে হরেক ভাবনা আমাদের । জন্মসূত্রের জাত আর মাতলামির জাত আলাদা হলেও জাত শব্দ
একই । জাতের বিচার নিয়ে কবি নজরুল কিংবা লালন যতই বিদ্রুপ করুন না কেন জাত কিন্তু আজও জ্বলজ্বল করে মানুষের মনে প্রাণে । রাজনীতির জাতপাত আমরা না বুঝেই বুঝে ফেলি । তারপর দাঙ্গা হাঙ্গামা । জন্ম থেকে রক্তে জাতের মাহাত্ম্য । তা কি আর মিটবে!
মাতালের ভেতর তাল বেতাল বিদ্যমান । মাতাল, ঘরের চাতাল পর্যন্ত আসতে পারলে বাড়ি খোঁজার ঝঞ্ঝাট থেকে বেঁচে যায় । মোদো মাতাল বোঝা যায়, কিন্তু মন মাতালকে? যে সাঁঝ সকাল মনে মনে কাঁদে নিজের ভাবনায়, শৌখিনতায় আর সৃষ্টির প্রেরণায় !
তাল যত কাহারবা ঝাঁপতালে মিশে থাক, মাতালের জাত তাকে বেতালা করবেই । লোককে হাসাবেই । তারপর নেশা ছুটলে ভদ্রলোক বলে যাবেই । হা হা হা ...
ঠিক এভাবেই গতকালের দিন পর্ব । ঠিক এভাবেই গতকালের দিন পর্ব । ঠিক এভাবে সৃষ্টি হয় মনে মনে শব্দব্রাউজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন