কিছু বই কিছু কথা ২৬৬ । নীলাঞ্জন কুমার
হয়তো আছি, হয়তো নেই । সুজিত সরকার । অন্তরীপ প্রকাশন । পনেরো টাকা ।
' সব কিছুকে জড়িয়ে আবার/ সব কিছুকে ছাড়িয়ে চ'লে যাওয়া/ যেমন পারে যাওয়া/ আমার শুধু আকাশ হতে চাওয়া ' ( ' আমার শুধু আকাশ হতে চাওয়া ' ) কিংবা ' পৃথিবীর সব আমি/ নিজেদেরই কথা শুধু বলে, / জল তুলি জল রাখি, / জল তবু মিশে যায় জলে । ' ( ' আমি ') - র মতো কবিতা পাওয়া যায় কবি সুজিত সরকারের ' হয়তো আছি হয়তো নেই ' নামের এক ষোল পৃষ্ঠার কাব্য পুস্তিকাতে যা প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে ।
কবির সহজ সরল ভাবনার ভেতর যে মেসেজ তা তিনি কিভাবে আলগোছে আমাদের রক্তে ঢুকিয়ে দিচ্ছে তা বুঝে যাই তাঁর কবিতার প্রয়োগ পদ্ধতির ভেতর দিয়ে । যেমন: ' পৃথিবীর কত শত পথ/ দিনে দিনে যথেষ্ট চেয়েছি, / যে পৃথিবী নিজের ভিতরে / তার একটি গলিও চিনি না । ' ( ' হৃদয়পুর ') কিংবা ' এরা সব মিলেমিশে এক হয়ে গেলে/ কবিতা লেখার মতো পরিস্থিতি তৈরি হয় - / অথচ যখন লিখি/ দেহ ভুলে যাই । ' ( ' দেহ ভুলে যাই ')।
একজন দক্ষ কবি যাই লিখুন না কেন তার ছাপ কবিতার মধ্যে পড়বে তা বলা যায় । কবি তাঁর অভিজ্ঞতা ও ক্যারিশমার গুণে পাঠককে ঠিক পড়িয়ে নেবেন যেমন পড়ছি ও মর্ম উপলব্ধি করছি: ' রবীন্দ্রনাথের গান গামছা নিঙড়োনোর মতো/ আমাকে নিঙড়োয়/ আমার অহং ঝরে যায়/ ঝরে ঝরে যায় । ' ( ' রবীন্দ্রনাথের গান ') যা তন্নিষ্ঠ করে । শাশ্বত গঙ্গোপাধ্যায়ের প্রচ্ছদ আলাদা মাধুর্য এনে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন