চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩০
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
শরৎপল্লী; ০৩-০১-২০২১; সন্ধ্যা ৬:১১; পোস্টকার্ড ৷ অব্যবহৃত ৷ তাকিয়ে আছে ৷ টেবিল ফ্যানের ব্লেডে ৷৷ কারো সময় ফেরে ৷ কারো ফেরে না ৷ তবুও থাকা ৷৷ এইসব ভাবতে ভাবতে ৷ মোবাইল সার্ভার ৷ ডেটা আদানপ্রদানে ৷ বিরাম নিচ্ছে ৷৷ ওহে স্পীড ৷ তুমি লাগাম টানো ৷ সভ্যতার চাকায় ৷৷ সন্ধ্যার প্রদীপে ৷ শঙ্খধ্বনি ৷ জাগিয়ে রাখছে ৷ দৃষ্টি ৷৷ পোস্টকার্ড ৷ তাকিয়ে আছে ৷ টেবিল ফ্যান ৷ তাকিয়ে আছে ৷ মোবাইল ৷ তাকিয়ে আছে ৷ মলাট বন্ধ করে ঘুমিয়ে আছে ৷ বই ৷৷ বই ৷ তার অক্ষরে নিহিত আগুন ৷ উষ্ণতা ছড়াচ্ছে ৷ সময়ে ৷৷ মানে নেই এইসব লেখার ? লেখা হচ্ছে ৷ তবু ৷ বই হচ্ছে ৷৷ খুঁজে পাচ্ছে ৷ মানে ৷ আমাদের সময় ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন