বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

সম্বল || পার্থ সারথি চক্রবর্তী || আজকের কবিতা

সম্বল 

পার্থ সারথি চক্রবর্তী




পরপর সাজিয়ে রাখি মুগ্ধতাগুলোকে-
সেই দৃশ্যরাশির পাশাপাশি।
আসলে এ সবই তো সম্বল!
ঊষা থেকে গভীর রাত -
সমুদ্র থেকে পাহাড়, জঙ্গল থেকে মরুভূমি 
গেয়ে যাই জীবনের জয়গান।
মাতৃজঠরে অস্ফুট চিৎকার আর
ধূলিমাখা পথের পাঁচালীকে ছাপিয়ে যায়-
জীবনের জয়গান, যাপনের গান।
তাই বেঁচে থাকি, থাকতেই হয়;
মুগ্ধ হয়ে দেখে যেতে হয়।

মুগ্ধতাকে ভালবাসা দিয়ে তাই মুড়ে রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...