মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ,

 

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ



আজ ১২ ই জানুয়ারী ২০২১, সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে স্বামী  বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন এবং শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল ৯ টায় দিনীপুর শহরের বটতলা চকে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য ও স্বামী  বিবেকানন্দ মহাশয়ের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। ঐ দিন ১১ টার সময় সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে রাঢ় বাংলার এক অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব "মকরসংক্রান্তি" উপলক্ষে  মুচিবেড়িয়া গ্রামে আদিম জনজাতিদের মধ্যে নতুন পোশাক দান করা হয়। চাদর ও জামা প্যন্ট হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পিন্টু সাউ, নীলাঞ্জনা সাউ ,মন্টু সাউ,  মুক্তি গিরি,   মুনমুন ঘোষ, নরোত্তম দে, ড.শান্তনু পান্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। গ্রামবাসীরা খুব খুশি ও আনন্দিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...