সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৫১। নীলাঞ্জন কুমার || ইউরেনাস লজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় । গ্রাফিত্তি

কিছু বই কিছু কথা ২৫১। নীলাঞ্জন কুমার




ইউরেনাস লজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় । গ্রাফিত্তি
। আড়াই টাকা ।


কুড়ি বছর আগে বাঁধ ভাঙা যৌবন আর সবকিছু অস্বীকার করার চিন্তা নিয়ে গড়ে তোলা কবিতার
' চটি ভাঈরাস '  সিরিজের বিভিন্ন কবির কবিতার গ্রন্থের  ভেতরে কবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  গ্রন্থিত ' ইউরেনাস লজ ' এ তিনি লেখেন:  ' তাদের রান্নাঘরে আমি অশ্বশক্তি অশ্বলাইট/  অশ্বফেননিভ এই লিবিডোসাগর নিয়ে ফেনাচ্ছি/  রসুন আকাশের নীচে বাড়িয়ে দিচ্ছি এই হাত ' ( ' আসবাবপত্রগুলি ') , আমি এই গ্রহে এসে ভুলেছি,  এন্ঞ্জিনিয়ারিং,  ফ্রলাইন,  / বানিয়ে দেবে না সেই নীল বাস/  যাতে করে আমরা আবার নীলাচল স্কুলে যাব?  ' ( ফ্রলাইন:  তোমাকে)  যার মধ্যে অজান্তে শিল্প গড়ে ওঠে ।
              কবির কবিতার ভেতর আর্তি যা তাঁর কবিতাতে ফুটে উঠেছে, সে সময় এই আলোচক পেরিয়ে গেলেও সে বোঝে সেই আর্তি । এখানে সেই আর্তি মাঝবরাবর দোল খেতে থাকে । অভিষেক তাকে আশ্রয় করে এগিয়ে যেতে চেয়েছেন । কতটা পেরেছেন তা আলাদা কথা । কিন্তু তিনি সাহস দেখিয়েছেন বলা যেতে পারে ।
ভালো লাগে কবি নিজেকে তর্জমা করেননি কবিতা থেকে কবিতায় । অতি ক্ষীণতনু এই গ্রন্থটির কবিতাতে অবশ্য অবশ্যই খুঁজে পাই সেই নিঃসীম শূন্যে ঘুরে বেড়াবার পাগলামি । যা তন্নিষ্ঠ করে তোলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...