শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬১ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬১|| নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা




তেঘরিয়ার বিপাশা আবাসন ৩১। ১২। ২০২০। পছন্দসই সময়ের কথা ভাবতে গিয়ে প্রতিদিনের পছন্দ অপছন্দ আপনা থেকে এসে গেল মনে । মনে মনে স্থির হয়ে গেল আজকের শব্দব্রাউজ ।


শব্দসূত্র  : প্রতিদিনের পছন্দ অপছন্দ


প্রতিদিনের স্বপ্নের ভেতর যতটুকু মনে রাখার ,  তার  বাইরে কিছুতেই মনে আসে না ।গতিময় স্বপ্নের সঙ্গে প্রতিদিন সখ্যতা করে ঘুম থেকে ওঠার সময়  নিজেকে আপনা থেকে কেমন সুখী সুখী মনে হয় । হাজারো দুঃখের ভেতরে এই আমি তাই স্বপ্ন খুঁজি,  গতিময় স্বপ্ন । অনন্ত ক্রিয়াশীলতার ভেতরে যে সুখ জড়িয়ে, তাকে গুনিতক করে যে ফলাফল উঠে আসে তা কি কখনো সামনে এসে দাঁড়ায়?  অসম্ভব কল্পনার ভেতর দিয়ে আমার প্রতিদিন তৈরি হয় ।


পছন্দ যা তা অপছন্দের পিছু পিছু আসে । নিরবে অপছন্দকে হত্যা করতে চাইলে সে মিটিমিটি হাসে । তাই কোনদিন তার বুক মনের মত ছুরি দিয়ে  ফালাফালা করতে পারলাম না । পছন্দ যেটুকু পাওয়া যায় তাকে নিয়ে সুখী হওয়ার প্রস্তুতি গড়তে হয় ।


অপছন্দের জগৎ বড় বেশি আমায় ঘিরে । অসহ্য দুঃখশোক আমায় তাড়িয়ে মারে । অপছন্দের জন্য সহ্য দরকার,  পছন্দ কেমন আমায় নিজের থেকে জড়িয়ে ধরে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...