প্রয়াত হলেন কবি ও সম্পাদক সুকুমার চৌধুরী
প্রয়াত হলেন কবি ও সম্পাদক সুকুমার চৌধুরী । সুকুমারবাবু ১৪ জানুয়ারি ১৯৬২ খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলায় জন্মগ্রহণ করেন । তাঁর সম্পাদিত পত্রিকার নাম "খনন" ৷ প্রকাশিত গ্রন্থ " মানুষ হে ", "মাংস ও মনীষা ", "পদ্য প্রতিবেশী ", " ফনিমনসার উলু ", "লাল লল হইলদা তিন দিকে ঝালদা ", "ছন্নমতির কুহু ", " আমার সনেট " প্রভৃৃৃৃৃৃতি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন