কিছু বই কিছু কথা ২৬৫ । নীলাঞ্জন কুমার
সলিড 16 । নীলার্ণব চক্রবর্তী । হাওয়া অফিস । কুড়ি টাকা ।
দশ বছর আগে কলকাতা বইমেলায় প্রকাশিত কয়েকটি বাইশ পৃষ্ঠার বই পেয়েছিলাম। তার মধ্যে কবি নীলার্ণব চক্রবর্তীর কাব্যগ্রন্থ পুণঃপাঠের পর বুঝতে পারি , তাঁর কবিতার ভেতর সোজাসাপটা দিক আছে । তিনি দিয়ে যান এক সুন্দর মেসেজ যা গোটা কবিতাকে ধরে রাখতে সমর্থ হয় । যেমন: ' তারপর করতল দিয়ে জলকে শব্দহীন করে ফিরে গেল, / চলে গেল সেইখানে , যেখান থেকে নির্দেশ এসেছে । ' (' গুলি ') , ' যে মানুষ বাগানের কাজ করে, বিভ্রান্তের চোখে/ যে মানুষ বাগানের খোঁজে/ বাগানের রূপ দিতে থাকে ' ( ' রূপ ') ।
নীলার্ণব- এর কবিতা নতুন ধারা নিয়েছে কিনা জানা নেই। কারণ তাঁর আর কোন বই আমার কাছে আসেনি । তবে তাঁর বর্তমান কাব্যগ্রন্থ ' সলিড 16' -এর ভেতরে টিউনিং খুব সুন্দর ভাবে গড়ে তুলেছেন তিনি । যা কবিতাকে আকর্ষণ করতে সাহায্য করে ।
' ভয় পেতে পেতে জ্ঞান হারিয়ে গেল ছেলেটার .../ যোদ্ধারা হেসে উঠল, হা হা করে শোনা গেল হাসির ফোয়ারা ' ( ' যোদ্ধা ') , ' হাওয়ার শব্দগুলি বনে যেতে যেতে/ একদিন , হাসি- মস্করা হয়ে গেছে সে ' ( ' রাসমন্ঞ্চে' ) র মতো পংক্তির কাছে দাঁড়াতে ইচ্ছে হয় । নীলার্ণব সেই কাব্যিক উপলব্ধির দিকে পৌঁছে দেন যা দোলা দেয় । অভ্রদীপ ঘটকের প্রচ্ছদ গ্রন্থটির মান উপযোগী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন