বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২৩৩ || নীলাঞ্জন কুমার || বিজ্ঞাপন । বিল্বমঙ্গল গোস্বামী । সমাকৃতি প্রকাশন

 কিছু বই কিছু কথা  ২৩৩ । নীলাঞ্জন কুমার



বিজ্ঞাপন । বিল্বমঙ্গল গোস্বামী । সমাকৃতি প্রকাশন
। দেড় টাকা ।


সমাকৃতি প্রকাশের দেড় টাকা সিরিজের বইগুলোর ভেতরে যে যত্ন খুঁজে পাওয়া যায় তা ভালো লাগলেও অতৃপ্তি কিছু থেকে যায় মনে । কবি বিল্বমঙ্গল গোস্বামীর' 'বিজ্ঞাপন ' কাব্য পুস্তিকা তার বাইরে নয় । যদিও দাগ কাটে তাঁর শিরোনামহীন দশটি কবিতার এসব পংক্তি  :  ' আর কতোকাল টিকটিকির মুখে শিল্প হয়ে টাঙানো থাকবে ঘরের দেওয়ালে ।' , ' মানপাতার গিটার বাজিয়ে/  নাচ করে লিরিল সুন্দরী ; ' , ' সভ্যতার বাদামি তরলে চাঁদ গলে যায়/  বেহালার সুরগুলি ঝর্ণা হয়ে কাঁদে ' , ' অন্য সব পাখিদের ডানা কাটা হয়ে গেছে/  এবার তারা উড়বে এরোপ্লেনে চড়ে । '  যা কেবল কবির কাছে আমরা শুনতে চাই ।
            কবির এই অনু কিংবা পরমানু কবিতাগুলোর ভেতরে তবু পাই তাঁর বাহাদুরি হীন  চিন্তাভাবনা  যা অহেতুক মনে হয় না । প্রতিটি শব্দের ভেতর সরলভাবে বিশেষ দ্যোতনা মিশিয়ে দিতে চেষ্টা করেছেন কবি । অতি ক্ষুদ্র এই কাব্য পুস্তিকার ভেতরে ঢুকতে তাই বেশি সময় লাগে না । ১৯৯৭ সালের এই প্রয়াস এখনো পর্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয় , তাই তাকে নিয়ে আলোচনা করাও যায় । উৎপল চক্রবর্তীর প্রচ্ছদ যদি পুস্তিকার মতো সহজ হত তবে ষোল কলা পূর্ণ হতো ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...