নেটওয়ার্কের বাইরে
পৃথা চট্টোপাধ্যায়
আমেজী শীতে সূর্যের লন্ঠনে তেজ নেই
বড়োদিন
বাতাসের ঘুলঘুলি দিয়ে দেখতে চাইছিলাম
শীতের কমলালেবুর দুপুরে
ফেলে আসা অগুন্তি বড়োদিন
রাস্তার ধারে লোহার রেলিংয়ে
ভাবনার চাদর বিছিয়ে দিই
অন্নবস্ত্রহীন পথশিশু আর
ছন্নছাড়া বেওয়ারিশ কুকুরের ভালোবাসায়
পথ চলতে থমকে যাই
একটা করুণ মুখ হাত পাতে
ক্রুশবিদ্ধ মানুষের মুখ
থমকে দাঁড়াই
তাকে পেরিয়ে
সব নেটওয়ার্কের বাইরে অক্সিজেন খুঁজি
বড়োদিনের বড়ো ম্লান আলোয় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন