রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২২৯ || নীলাঞ্জন কুমার || সামুদ্রিক মায়ানাচ । প্রাণজি বসাক । দিল্লি হাটার্স

কিছু বই কিছু কথা  ২২৯ । নীলাঞ্জন কুমার 




সামুদ্রিক মায়ানাচ । প্রাণজি  বসাক । দিল্লি হাটার্স
। পন্ঞ্চাশ টাকা ।


' ভুট্টা পোড়ানো বিকেলে/  কবিদের বিরিন্ঞ্চি ডুবে যায়/  বাঁধভাঙা তোরসার জলে । ' ( ' খন্ডযুদ্ধ ') -র মতো কবিতা নিয়ে কবি প্রাণজি বসাকের  পন্ঞ্চম কাব্যগ্রন্থ ' সামুদ্রিক মায়ানাচ ' কে  পুণঃপাঠের পর বোঝা যায় কেমন করে কবিতা নতুন বোধ জন্ম দেয় । পাশাপাশি শূন্যে ঝুলে থাকে সময় কিংবা আধডোবা চাঁদ/  ব্যালকনি বাগানে জলশব্দ জলশব্দ  শব্দজল/  ঝুর ঝুর করে ঝরে পড়ে বাংলা অক্ষর । ' ( ' আইকন,  হাইফেন ') এর ভেতর পোস্টমডার্নিজমের বিশেষ চারিত্রিক লক্ষণ ফুটে উঠলেও তিনি কিন্তু তার ভেতর নিজস্ব সাতন্ত্রতা বজায় রাখার চেষ্টা করেছেন । আসলে  বাংলা কবিতা কতখানি ইজম আশ্রিত তা নিয়ে আমার বিশেষ ধন্ধ আছে । কেউ প্রথমের দিকে ইজমবন্দি হলেও পরে তাঁর ক্যারিশমা দেখাতে তৎপর হন ও তখনই প্রকৃত কবিতা উপহার দিতে চেষ্টা করেন ।
              ' কলেজে হারানো রুমাল দিয়ে দাও বাতাসে/  চ্যানেল সরিয়ে সরিয়ে খেলা চলছে হৃদপিন্ডের / বাঁশের পাতা কেঁপে ওঠা বিকেলে ' ( ' এই তো মাধবীলতা ' )  , ' এসো লিটম্যাগ করি । কবিতা লিখি । প্রতিদিন নিয়ম করে লিখি । সবাই লিখি । কবিদের ধর্ষণ করে না কেউ,  এটা জানিস । ' ( ' চল, জিগির তুলি ') - র মতো পংক্তির সামনে দাঁড়িয়ে বুঝে ফেলি তখন থেকেই তিনি লম্বা রেসের ঘোড়া হওয়ার ক্ষেত্রে কিছু নিদর্শন রেখেছেন । কবির স্বকীয়তা প্রশংসনীয় । যত্নশীল । প্রয়াত দীপঙ্কর দত্তের  প্রচ্ছদে অক্ষরাঙ্কন সামুদ্রিক ঢেউয়ের ইমেজ মনে করায় ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...