সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৩৬ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ৩৬ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন ৭।১২।২০২০ সকাল ৭-৪৫মিনিট । এই মহামারীতে জীবন মাপমতো হলেও তার মধ্যে প্রতিনিয়ত সাধনার জোরে অবাক বাঁচাবাঁচি নিয়ে আছি । এ বড় কাম্য ছিল সাধনার কারণে ।


শব্দসূত্র  : মাপমতো জীবনের সঙ্গে


মাপমতো কোন সন্ধান হয় না । দু-মাত্রার শব্দ যদি চার মাত্রায় এসে দাঁড়ায় তবে মাপজোকের লোকের কাছে মহাভারত অশুদ্ধির কারণ হলেও,  আসল সন্ধানী  তা  মনেও আনে না । চরিত্রের বদলে গঠন যেমন হাস্যকর দেখাশোনা,  তেমনি স্বাদহীন জীবন ছুঁয়ে থাকা বোকাদের প্রিয়তম অভ্যাস ।সে নিয়ে থাকতে থাকতে তাদের আসল হীরের স্বাদ অজ্ঞাত থেকে যায় ।


' জীবন এখন মরুভূমি, জীবন এখন সুতোবাঁধা '- র মতো হতাশার কবিতা লেখার কবির অন্যকেও হতাশাতে ছেয়ে দেওয়ার কোন অধিকার কি আছে? এসো আয়নায় মুখ দেখি,  হাস্যোজ্জ্বল । চোখে থাক উচ্ছ্বলতা । প্রতিটি শ্বাসে অনুভব সুগন্ধের । প্রতি মুহূর্ত হোক হাততালির মুহূর্ত ।


সঙ্গে থাক গতানুগতিকতার উর্দ্ধে যাবার ইচ্ছে । তুমি আমি সে তারা ইচ্ছের বীজ বপন করুক । নিজেকে উজাড় করে বুনে যাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...