বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২১৬ || নীলাঞ্জন কুমার || মৃৃৃৃৃত্যুঞ্জয় জানা, আমি ঈশ্বরকে দেখেছি...

 কিছু বই কিছু কথা ২১৬ ||  নীলাঞ্জন কুমার



আমি ঈশ্বরকে দেখেছি পাথরের মূর্তিতে নয় লিঙ্গে । মৃত্যুন্ঞ্জয় জানা ।  আই- সোসাইটি । চল্লিশ টাকা ।


সদ্য প্রকাশিত কোন কাব্যগ্রন্থের সদ্য সদ্য আলোচনার একটা মজা আছে । কবি তাঁর কাব্যগ্রন্থের ক্ষেত্রে  পাঠকের ভাবনা পেতে যখন  দারুণ উদগ্রীব,  তখন আলোচনা পেলে তো আনন্দ  হবেই । কবি মৃত্যুন্ঞ্জয় জানার প্রায় দু-লাইন ব্যাপী কাব্যগ্রন্থের শিরোনাম ' আমি ঈশ্বর দেখেছি পাথরের মূর্তিতে নয় লিঙ্গে ' তে আই যুগের ভাবনা কিছুটা গড়ে উঠেছে তা বলা যেতে পারে । তবে বিভিন্ন যুগ পেরিয়ে এসে ওই যুগকে বোঝা ও তার থেকে কবিতা লেখার যে প্রবণতা তৈরি হওয়ার ক্ষেত্রে কবিকে আরো পরিশ্রম করতে হবে । তবে তিনি তার ৩৯টি শিরোনামহীন কবিতায় ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন তা কবিতা পড়লেই বোঝা যায় এ সব উচ্চারণে  : ' ঢ্যাং কুড়াকুড় । ঢ্যাং কুড়াকুড় । ছেলেটির জামাতে রিফু/  নতুনের ছোঁয়া । আগমনীর বার্তা দিয়ে যাচ্ছে/  প্ল্যাটফর্মে। ফুটপাথে । ত্রিপলের ছাউনিতে  । ' ; ' মিশে যাও বাতাসে/  মিশে যাও নদীতে / মিশে যাও মাটির সাথে/  মিশে যাও ব্রহ্মান্ডে  ভালোবাসতে ভালোবাসতে ।' , ' লক্ষ্মীপ্যাঁচা কাঁদে । নড়ে না । /  ভালোবাসার  ধ্বংসস্তূপে- / বিরহে ।'
              একথা বলতে হবে যে কবিকে আই যুগের অন্যতম কবি হয়ে উঠতে হলে,অহেতুক কথা বলা, অত্যধিক আবেগ , কবিতা কে সেই উচ্চতায় আসতে বাধা দিচ্ছে । শব্দের ক্ষেত্রে সংযত না হলে কবিতার দ্যোতনা তার কাব্যে ধরা দেবে না বুঝতে হবে । কমলেশ নন্দের বিমূর্ত  প্রচ্ছদ , প্রচ্ছদকারের মুন্সিয়ানার সন্ধান দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...