বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫ || "আই-যুগ"-এর কবিতা || সৌমিত্র রায়

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫

নাসের হোসেন স্মরণে

সৌমিত্র রায়




কুবাই ব্রিজ ; ৯-১২-২০২০; সন্ধ্যা ৬টা ১৬; আজ অব্যক্ত হয়ে গেলেন ৷ ঋষি নাসের হোসেন ৷৷ একটা ফোন কল ৷ শোকসন্তপ্ত শুদ্ধতায় ৷ কিছু শব্দ: "নাসের নেই" ৷৷ ধীরে ৷  আজানের ধ্যানমাধুর্যে ৷ এক আলোকবিন্দু ৷ ভালোবাসা জানাচ্ছে চরাচরকে ৷৷ সম্রাট ৷ হৃদয়ের ৷৷ অমর অক্ষরসজ্জায় ৷ ভালোবাসা ছড়াতে ছড়াতে ৷ হঠাৎ অব্যক্ত হয়ে ৷ চরাচরজুড়ে বিলোচ্ছেন আশীর্বাদধ্বনি ৷ ৷৷ কান পাতো ওই শূন্যতায় ৷৷ কান পাতো ৷৷ || শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...