রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪২ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৪২ । নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার বিপাশা আবাসন ১৩।১২।২০২০ র  সাড়ে আটটায় সকালে  ভালোবাসার কথা উঠে এলো । উঠে এলো নস্টালজিয়া । মেদিনীপুর শহর । ২৭ বছর বয়সী । আরো কত !


শব্দসূত্র  :  আমি তোমাকে ভালোবাসি


' আমি এত যে তোমায় ভালোবেসেছি ' দীর্ঘস্থায়ী গানটির কথা নিজের ভালোবাসার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত । ' ভালোবাসার দারুণ গুণ, পানের সঙ্গে যেমন চুন ' এই আটপৌরে গানও একবার অন্তত মনের ভেতর ঘুরে চলে যায় । বুঝি না ভালোবাসার ভেতরে এত গান কি করে আসে !  কেন দুঃখের সময় তাকে খুঁজে পাওয়া যায় না ! প্রেম কাম সম্মান শ্রদ্ধা মিলিয়ে মিশিয়ে ককটেল বানিয়ে কেউ যদি ঘুরে বেড়ায় তবে হাজারো মানুষ হাসে ,কিংবা বিস্ময়ে চোখ বড় করে । প্রেম কাম , কি  সুন্দর অন্তমিল হচ্ছে ! তা নিয়ে মানুষ সুখী,  বাকি সব পরে দেখা যাবে ।



তোমাকে বুঝিয়ে বলতে হয় না ভালোবাসার যন্ত্রণা । তুমি পড়ে ফেলো ভালোবাসার যন্ত্রণা । তুমি পড়ে ফেলো ভালোবাসা আমার দেহ ভাষা দেখে । মিশে যাও, মিশে যাও , গুঁড়ো হয়ে যাও  ক্রমাগত ।


ভালোবাসি বলার পর শব্দ আসতে নেই । ভালোবাসি বললে হৃদপিন্ড এক মুহূর্ত কেঁপে ওঠে , অসীম আনন্দে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...