বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫২ || নীলাঞ্জন কুমার | | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫২ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা




তেঘরিয়ার বিপাশা আবাসন  ২২।১২।২০২০ সকাল ৮টা ২০মিনিট । বহু অলৌকিক কিছু চিন্তা করতে করতে পদ্মপাতায় সব জল ঝরে যাওয়ার ভেতরকার অলৌকিকত্ব খোঁজার চেষ্টা করছিলাম । আসলে এই ব্যাপারটা কত লৌকিক,  কত অলৌকিক!



শব্দসূত্র : পদ্মপাতার জল


পদ্মপাতার ভেতরে কি এমন আছে যার মধ্যে অলৌকিকত্ব লুকিয়ে থাকে ! কি এমন আছে যার থেকে ঝরে পড়ে সমূহ জল? অথচ কত সহজে জল ধরে খাওয়া যায় । অথচ এই কঠিন বিষয় কত সহজ কত লৌকিক!  পদ্মপাতা আমাদের শেখায় পার্থিব সব কিছু সবাইকে ফিরিয়ে দেবার মন্ত্র । পৃথিবীর প্রতিটি পদার্থ যেমন নিটোল, আকারও বদলায় । তেমনি সব পুরিষ নষ্ট করে সৎ পথ খুঁজে পাওয়া যায় । পদ্মপাতার সামনে  দাঁড়িয়ে খুঁজি সারাৎসার । পদ্মপাতা বুঝিয়ে দেয় ভবিষ্য । শতজল তার ভেতরে দাঁড়াতে পারে না ।



জলের হাজারো রূপ;  কখনো প্রাকৃতিক কখনো মনুষ্য সৃষ্ট । হাজারো আকৃতির ভেতর যে জল এই সত্য সবার । জলের ভেতর রঙ মিশিয়ে বাহারি করি,  তবু তো জল। জলের এই মেশামিশিকে ঈর্ষা করি,  কত সহজে খারাপ আর ভালোকে আপন করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...