রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৯ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৯

সৌমিত্র রায়

শরৎপল্লী ; ১৩-১২-২০২০ ; সন্ধ্যা ৬:৫৪ ; কবিতা ৷ প্রতিদিন ৷ প্রতিদিন ৷ কবিতা ৷ হঠাৎ বিকেল গড়িয়ে সন্ধ্যা ৷ কিন্তু কবিতা ? মোবাইলের কি-প্যাড ৷ আন্তর্জাল ৷ আমার হাঁটাহাঁটি ৷ সবাই অক্ষরের পিছনে ছুটছে ৷ লিখছি ৷ সব অক্ষর বলছে তারা কবিতারই জন্য ৷ সবকিছু কবিতার জন্যই ৷৷ চরাচর ৷ মগ্ন রেখেছে আমাকে ৷ কবিতায় ৷৷ লিখছি ৷ লিখছিই তো ! || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...