চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৯
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
আমলাগোড়া রেঞ্জ; ২৩-১২-২০২০; সন্ধ্যা ৫:২৮ ; হেঁটে যাচ্ছে ৷ হাতি ৷৷ হাতির হাঁটা ৷ উপভোগ করছে ৷ গাছ ৷৷ হেঁটে যায় ৷ হাতি ৷ মাটিতে চিহ্ন এঁকে যায় ৷৷ গাছেরা বলাবলি করছে ৷ হেঁটে গেলে ৷ চিহ্ন রেখে যেতে হয় ৷৷ হাতির শুঁড় ৷ জংলি দাঁত ৷ দুলতে থাকা কান ৷ মোটা চামড়া ৷ কিছুই শুনছে না ৷৷ লতাপাতায় ৷ শ্বাসপ্রশ্বাসের হাওয়ায় ৷ তারা হাঁটছে ৷ ন্যুনতম অধিকারে ৷৷ বনকর্মীরা ভালোবাসছে তাদের ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন