চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-১৩
সৌমিত্র রায়
মহুয়াচক (মেদিনীপুর); ১৭-১২-২০২০ ; বিকেল৪:৫৬ ; মাইক ৷ মাইক্রোফোন ৷ নেতা-নেত্রী ৷ এখন সবাই বলছে ৷ কথা ৷৷ অধিকার ৷ কথা বলার ৷ মাইকের ৷ মাইক্রোফোনের ৷ নেতা-নেত্রীর ৷ সবসময় ৷৷ অধিকার ৷ জনতার ৷ কথা বলার ৷ ইভিএম-এই সীমাবদ্ধ ৷৷ মিছিলে হাঁটছে ৷ জনতা ৷ মাইক ৷ মাইক্রোফোন ৷৷ কথারাও হাঁটছে ৷ কথারা হাঁটতেই থাকে ৷৷ হাঁটে ৷ কথারা ৷ পথে পথে ৷ মোবাইলে মোবাইলে ৷ টিভিতে টিভিতে ৷৷ অনেক দূর যায় ৷ শব্দ ৷৷ কথারা ৷ আটকে থাকে ৷ মুখে মুখে ৷ মুখরোচক হিংসায় ৷৷ রাজনীতি ৷ রাজনীতি ৷ রাজনীতি ৷ এখন আসছে ভোট ৷৷ ভোটাভুটি ৷ ছোটাছুটি ৷ খাটাখাটি ৷ লক্ষ্যবিন্দু ৷ ক্ষমতা ৷৷ তারপর ? || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন