শব্দব্রাউজ ৩৪ । নীলাঞ্জন কুমার
৫।১২।২০২০ সকাল ন ' টায় তেঘরিয়ার বিপাশা আবাসনে । যেখানে যার বসত তার ভেতর থাকার অভ্যাস স্বভাবগত । যার সঙ্গে বসবাস সেও এক অভ্যাস ।
শব্্দসূত্র: বসত, মন
বসত করার সঙ্গে প্রাত্যহিক গড়ে ওঠে যাপন প্রক্রিয়া । বসবাস থেকে জন্ম নেয় ইতিহাস তার থেকে গল্পকথা । খুব বেশি হলে তা কিংবদন্তি হয়ে যায় সময় গড়াতে গড়াতে । মাটির সঙ্গে বসতের যে দারুণ সম্পর্ক তাকে ছুঁতে ছুঁতে একদিন নির্ভুল জীবনের স্বাদ পেয়ে যাই । বসত তখন পরিপূর্ণ হয়ে ওঠে । অবাঞ্ছিত অনেক প্রবণতা পাল্টে গিয়ে কেউ হয়ে ওঠে পবিত্র, কেউ বিপরীত । এ নিয়ে জীবন হে ....
মন কি জানে কে কোথায় কতজনা বসত করবে? কেউ কেবল একাকী, কেউ তেঁতুল পাতায় ন ' জন । গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সুখ । দুঃখ নীরবতা কারো কাছে কারাবাস , কারো পা ফেলার জায়গা না থাকলেও শান্তি ! মন কি বোঝে সব সমস্যা মানসিক । একটু মানবিক স্পর্শের সুখের জন্য কত মূল্য ধার্য করা যায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন