পান্তামৃত দুপুরবেলা
সুপ্রভাত মেট্যা
ক্রমশ হালকা হয়ে আসে অন্ধকার।
ঘুম ভাঙে। পাখি উড়ে যাওয়ার স্বর ভেসে আসে দূর থেকে । ভোর হয় ক্রমশ । সেইসব ভোরে শিশুআলো খেলা করে ধুলোর বিছানায় । দুঃখ আর কস্ট নিয়ে এগিয়ে যায় মানুষ । আভাব- অনটনে ভরে যায় গ্রাম । অথচ শুনেছি ,তার, সমস্ত দিনের কাজ শেষ হয়ে এলে রবিঠাকুরের গান , কন্ঠ থেকে । এমনও দেখেছি সাধু - সুন্দর ছায়া পড়লে সেই গ্রামের বটের নীচে , দুঃখি মেয়েটিও দাঁড়ায় , দু'দন্ড বসে, গল্প করে নিজের সাথে নিজের । আর খুব দুপুরে মেয়েটির জল টকে যাওয়া ভাতকে পান্তা নয়, অমৃত-ই লাগে, ক্ষুধার.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন