চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৩
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
গান্ধিমোড় ; ২৭-১২-২০২০ ; সন্ধ্যা ৭:৪২ ; কথা বলছে ৷ চায়ের কাপ ৷ পতাকাদের সাথে ৷৷ শীত নামছে ৷ কথা বাড়ছে ৷ বড়ো হচ্ছে ৷ সন্ধ্যা ৷৷ নিজেকে দেখে না ৷ কোনো পতাকাই ৷৷ কোনো পতাকা ৷ নিজের কথা শোনে না ৷৷ যারা বাঁধছে ৷ পতাকা ৷ তারা তুফান তুলতে চাইছে ৷ চায়ের কাপে ৷৷ দুটো ডিমের পোচ ৷ নতুন কিছু বলছে ৷৷ শুনছি ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন